ঢাকা, ২৪ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
১৫

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, ছবি ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৫ ২৪ অক্টোবর ২০২৫  

যমুনা রেলসেতুর পিলারের নিচে কিছু ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  তবে কর্তৃপক্ষের দাবি, এগুলো কোনো ক্ষতিকর ফাটল নয়। সেতুর প্রজেক্ট ম্যানেজার, ফ্রান্সের প্রকৌশলী মার্ক হ্যাবি জানান, দেখা যাওয়া ফাটলগুলি মূলত হেয়ার ক্র্যাক বা চুলাকৃতি ক্ষুদ্র ফাঁকা।

 

তিনি বলেন, “সেতুর পশ্চিম প্রান্তে আট থেকে দশটি পিলারের নিচে এসব হেয়ার ক্র্যাক দেখা গেছে। এগুলো ক্ষুদ্র- মোটামুটি ০.১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত। গরম এবং বৈরী আবহাওয়ার কারণে এই ক্ষুদ্র ফাঁকা হয়েছে এবং এটি কোনো নির্মাণ ত্রুটি নয়।“

 

মার্ক হ্যাবি আরও জানান, হেয়ার ক্র্যাকগুলো রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে মেরামত করা হচ্ছে। এটি সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “কিছু অসৎ উদ্দেশ্যের মানুষ এই ক্ষুদ্র ফাটলগুলোকে বড় দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।“ 

 

যমুনা রেলসেতু ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এবং ৫০টি পিলার ও ৪৯টি স্প্যানে নির্মিত হয়েছে। এর নির্মাণ খরচ প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। সেতুটি ২০২৫ সালের ১৮ মার্চ দেশের দীর্ঘতম রেল সেতুর মর্যাদায় উদ্বোধন করা হয়।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর