ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৬১

যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ২২ জুলাই ২০২০  

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। বেইজিং এই নির্দেশকে “চরম উস্কানিমূলক“ এবং “নজিরবিহীন স্পর্ধা“ হিসাবে বর্ণনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে, হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে, এবং ধারনা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন।

যুক্তরাষ্ট্র বলছে মেধাস্বত্ব রক্ষার জন্য তাদের এই পথ নিতে হয়েছে। মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলে যে চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছ। দুজন চীনা নাগরিককে এই হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর