ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৩৪৫

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার শঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ২৮ জানুয়ারি ২০২১  

আগামী কয়েক সপ্তাহ ‘ভয়াবহ’ সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী শেতাঙ্গ সমর্থকরা এসময়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মেনে নিতে পারছে না তারা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

 

পরামর্শদাতা বলছেন, এখনও নির্দিষ্ট করে কিংবা বিশ্বাসযোগ্য কোনো উৎস থেকে হুমকির বার্তা পাওয়া যায়নি। তবে সামনে কিছুদিনের মধ্যে তা হতে পারে। যদিও গেল ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ওয়াশিংটনে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ওই সময় বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসে স্পর্শকতার অধিবেশন চলছিল। যে ঘটনায় ৫ জন নিহত হন।

 

ডিপার্টমেন্ট বলছে, বর্তমান সরকারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতে এবং বাইডেন প্রশাসনের পুরোপুরি ক্ষমতা বুঝে নিতে সমস্যায় ফেলতে চরমপন্থিরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে। তাদের কেউ উসকানিও দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত এই আভাস পাওয়া গেছে।

 

গেলো সপ্তাহে ব্যাপক নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে ২০০০ এর বেশি জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক সপ্তাহ রাজধানীতে ৫০০০ সৈন্য দায়িত্ব পালন করবেন। ওই সময়ে সিনেটে দ্বিতীয় অভিশংসন বিচারের সম্মুক্ষীণ হবেন ট্রাম্প। কংগ্রেসে হামলায় তার উসকানি ছিল বলে এ পরিস্থিতির মুখে তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর