ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৮৭৬

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে রাশিয়ার নানামুখী প্রতিক্রিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ৫ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করেছে ইউরোপ তথা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ রাশিয়া। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখেছে তারা। 

 

তবে ভোট গণনার বিষয়টি ভালো চোখে দেখছে না রুশরা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সন্তুষ্ট নয় তারা। বিশেষ করে দুই প্রার্থীর বিজয় ঘোষণা। ভোট ঘিরে মার্কিন মুলুকে বিশৃঙ্খলার নিন্দা জানিয়েছে রাশিয়া।  

 

এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে জনপ্রিয় ব্যক্তিত্বরা। ব্যতিক্রম নয় গণমাধ্যমও। 

 

রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির রাজনীতিক ভায়াচেজলাভ নিকোনোভ বলেন, এই ফলাফল আমেরিকার জন্যই অধিকতর খারাপ। উভয় প্রার্থী জয় ঘোষণা করেছেন। নির্বাচনে বহু অনিয়ম দেখা গেছে, যা আইনসিদ্ধ নয়। যে-ই জিতকু না কেন, অর্ধেক মার্কিনি তাকে গ্রহণ করবে না। 

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়ার (বর্তমান বিরোধী দল) চেয়ারম্যান ভ্লাদিমির ঝিরিনোভস্কি বলেন, বাইডেন প্রচুর ভোট পেতে পারেন। কিন্তু বিজয়ী হবেন ট্রাম্প। কারণ, এর আগে আমেরিকানদের জন্য এত উন্নয়ন কোনো প্রেসিডেন্ট করেননি। কিন্তু সেখানে নৈরাজ্য দেখা যাচ্ছে।   

 

এদিকে যুক্তরাষ্ট্রের রাস্তায় লোকজনের চীৎকার এবং মারামারির ভিডিও দেখিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল রোশিয়া টোয়েন্টিফোর। মার্কিন নির্বাচনকে ‘পাগলামি’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। পাশাপাশি দেশটির সবচেয়ে জনপ্রিয় টিভি স্টেশন এনটিভিও যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে অস্থিরতার পূর্বাভাস হিসেবে দেখছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর