ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪১৪

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৬ ৬ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের ৫৯তম জাতীয় নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের কাতারে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এত মুসলিম প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। মুসলিম পুরুষদের পাশাপাশি নারীদের জয় নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

 

বলা হচ্ছে, নির্বাচনের দিন মুসলমানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রায় ৭০ শতাংশ মুসলিম ভোট দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে। 

 

রাশিদা তালিব

মিশিগানে আমেরিকান রিপ্রেজেন্টেটিভ, যেটি ২০১৯ সাল থেকে ১৩তম কংগ্রেশনাল জেলা। তিনি ডেমোক্রেটিক দলের একজন সদস্য। রাশিদা একজন ফিলিস্তিনি আমেরিকান।

 

ইলহান ওমর
এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন আরেকজন মুসলিম-ইলহান ওমর। সোমালি আমেরিকান এ কংগ্রেস উইমেন মিনেসোটার পঞ্চম জেলা থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রিপাবলিকান পার্টির লাকি জনসনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সী রাজনীতিবিদ।

 

ইমান জোদাহ
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়া তৃতীয় মুসলিম-ইমান জোদাহ। তিনি কলরাডো অঙ্গরাজ্যের হাউস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একজন ফিলিস্তিনি আমেরিকান। রাশিদার পরে ইমান ফিলিস্তিন থেকে আসা দ্বিতীয় মুসলিম, যিনি আরেকটি আসন জিতেছেন।

 

মৌরি টার্নার
ওকলাহামা সিটি ডিস্ট্রিক্ট-৮৮ থেকে জয় পেয়েছেন কমিউনিটি সংগঠক ও ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার কর্মী মৌরি টার্নার। ৭০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ ডেমোক্র্যাট প্রার্থী। ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন তিনি।

 

এছাড়া ডেলাওয়ার থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন।

 

উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হন সামবা বালদেহ।

 

ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানসাইন থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন।

 

এভাবে ডেমোক্রেট থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। দ্য ইসলামিক ইনফরমেশন সূত্র জানায়, নির্বাচনের সময় আমেরিকান মুসলিমরা রাজনৈতিকভাবে অন্য সম্প্রদায়গুলোর চেয়ে বেশি সচেতন ছিলেন।  ডেমোক্র্যাট দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর