ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
৪২২

যে দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ৩ মার্চ ২০২০  

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি সরকারের সব সংস্থাকে সংকট মোকাবেলায় ২৪ ঘণ্টাই তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
বিশ্বে চীনের পর সবেচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ হাজারে। তবে অতি সম্প্রতি সেখানে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গেছে।
ফলে কনসার্ট থেকে ক্রীড়ানুষ্ঠানসহ অনেক ধরণের আয়োজন বাতিল না হয় স্থগিত করা হয়েছে। এছাড়া দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
এদিকে করোনার প্রভাবে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মুন বলেন, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকার অর্থনীতিতে ২৫০০ কোটি মার্কিন ডলারের বেশি সরবরাহ করবে। পুরো দেশ এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে।
তিনি সরকারের সব সংস্থাকে ২৪ ঘণ্টা তৎপর থাকার নির্দেশ দেন।
দক্ষিণ কোরিয়ায় এদিন আরো ৪৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। এছাড়া আরো ২ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর