ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৯

যেসব কারণে কমছে সোনার দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৪ ২৫ নভেম্বর ২০২০  

করোনাভাইরাস ভ্যাকসিনের সুখবরে চাঙ্গা বিশ্ব পুঁজিবাজার। তেলের বাজারেও সুবাতাস লেগেছে। তবে মন্দার ঘেরাটোপে বন্দি সোনার মার্কেট। এর দাম কমতেই আছে।

 

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গেল মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২০) সোনার দাম কমেছে ১.৬ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১,৮০৬ ডলারে। যা গেল চার মাসের মধ্যে সর্বনিম্ন। রুপা ও ধাতুর মূল্যও কমেছে।

 

বিশ্লেষকরা বলছেন, মহামারীতে বৈশ্বিক স্থবিরতা, অর্থনৈতিক মন্দায় ডলার ও তেলের দরপতনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

 

চলতি বছরের শুরুতে মহামারী আকার ধারণ করে করোনা। ফলে সোনার চাহিদা কমে যায়। মানবঘাতী ভাইরাসের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি। তবে বৈশ্বিক স্বর্ণের বাজারে সেই প্রভাব পড়েনি।

 

বিশ্ববাজারে হ্রাস পেয়েছে সোনার দাম। সেই ঢেউ লেগেছে বাংলাদেশেও। ভরি প্রতি দাম কমেছে প্রায় আড়াই হাজার টাকা। এখন ২২ ক্যারেট অনুযায়ী প্রতি ভরি স্বচ্ছ সোনার দাম পড়ছে ৭৩ হাজার ৮৩৩ টাকা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর