ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৫৩৫

লাদাখ সীমান্তে চীন-ভারত মুখোমুখি, উত্তেজনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৫ ২৭ মে ২০২০  

ভারতের উত্তর সীমান্তে লাদাখে চীনের বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দু'দেশের মাঝে থাকা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর বিভিন্ন স্থানে চীন ও ভারত সেনারা সরাসরি সংঘর্ষে জড়িয়েছে।

চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গায়ও, যেখানে আগে কোনো বিরোধের ইতিহাস ছিল না। খবর বিবিসি বাংলার।

এদিকে উত্তরাখণ্ডে ইন্দো-চীন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেইজিং নিজের এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করছে এমন সংবাদ পাওয়ার পরই উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন শুরু করে ভারত।

ভারত ও চীনের মধ্যে কোনো সুনির্দিষ্ট ও সুচিহ্নিত আন্তর্জাতিক সীমানা নেই। তবে কয়েক হাজার কিলোমিটার লম্বা একটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে, যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।

ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, গত দু-তিনসপ্তাহের মধ্যে চীনা সেনাবাহিনী এই 'এলএসি' অন্তত চার জায়গায় অতিক্রম করে অবস্থান নিয়েছে। এগুলো হলো- লাদাখের প্যাংগং সো বা প্যাংগং লেক, গালওয়ান নালা, ডেমচক এবং সিকিমের নাকু লা।
 ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, চীনা সেনাবাহিনীকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়ি তুলতে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর