ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, নিহত ৪, আহত দেড় শতাধিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ৩০ অক্টোবর ২০২০  

তুরস্কে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। 

 

সিএনএন জানিয়েছে, শুক্রবার দেশটির এজিয়ান এবং গ্রিসের সামোন উপকূলের উত্তরাংশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। 

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল তুরস্কের ইজমির প্রদেশে। পার্শ্ববর্তী এথেন্স ও ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়।

 

তবে আঙ্কারা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৬.৬। ইজমির শহরের অন্তত ২০টি বহুতল ভবন ধসে পড়েছে।

 

সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সব প্রতিষ্ঠান কাজ করেছ বলে জানিয়েছেন 
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। 

 

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গে আছি আমরা। তাদের জন্য সম্ভাব্য সবকিছু করবে সরকার।

 

ভূমকম্পনে সামোস বন্দরে ছোট সুনামি দেখা দিয়েছে। 

 

উল্লেখ্য, তুরস্ক ও গ্রিস ফল্টলাইনে অবস্থিত। ভূমিকম্প এ অঞ্চলে স্বাভাবিক ঘটনা। এটি গ্রিসের কেটে উপকূলেও অনুভূত হয়।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করছেন সাধারণ মানুষ। সঙ্গে আছেন উদ্ধারকর্মীরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূকম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় এসে আশ্রয় নেন।

 

এর আগে ফেব্রুয়ারিতে তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ভূমিকম্পে অন্তত ৩০ জন নিহত হন। আর আহত হন ১৬০ জন।

 

২০১৯ সালের জুলাইতে গ্রিসের এথেন্সে ভূমিকম্প আঘাত হানে। এতে শহরের অধিকাংশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

১৯৯৯ সালে ইজমিরে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১৭ হাজার মানুষ নিহত হন। আহত হন হাজার হাজার।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর