ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৪১৯

যেসব নিয়ম মানতে হবে

শর্ত সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত হচ্ছে মসজিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৭ ৬ মে ২০২০  

শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে বৃহস্পতিবার (৭ মে)। মুসল্লীরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন বেশ কিছু নিয়ম মেনে।  


সূত্র জানায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো সবার নামাজের জন্য উন্মুক্ত করে  দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে।

 

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।

 

মসজিদে নামাজ পড়তে যেসব শর্ত মানতে হবে :


৥  মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদ জীবাণূনাশক দিয়ে পরিস্কার করতে হবে।


৥  মসজিদের গেটে হ্যান্ড স্যানিটাইজার / সাবান পানি / হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।


৥  প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরে মসজিদে আসতে হবে।


৥  মুসল্লিদের বাসা থেকে ওজু করে এবং সুন্নাত নামাজ পড়ে আসতে হবে।


৥  কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তিন ফুট পরপর দাঁড়াতে হবে এবং এক কাতার বাদ দিয়ে কাতার তৈরি করতে হবে।


৥  অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবে না।


৥  মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।


৥  মসজিদে সেহরি ও ইফতারের আয়োজন করা যাবে না।