ঢাকা, ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ১৫ কার্তিক ১৪৩২
good-food
১১৫৩

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২৮ জানুয়ারি ২০১৯  

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এটি নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক আলোকে বলেন, কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটের কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ঢাকায় আসছিল। তবে কন্ট্রোল টাওয়ারে পাইলট জরুরি অবতরণের বার্তা প্রেরণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। এতে ২৬জন যাত্রী ছিলেন।

তিনি জানান, মূল যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীদের নিয়ে নিরাপদেই অবতরণ করে সেটি। সেটিকে পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে।

এ নিয়ে চার মাসের মধ্যে দুবার জরুরি অবতরণ করল কাতার এয়ারওয়েজের বিমান।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর