ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৫৭০

সাংসদ জিএম সিরাজের সহায়তায় খাদ্য সামগ্রী পেলেন হিজড়ারা

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ২৫ এপ্রিল ২০২০  

বগুড়ায় ৫০ জন হিজড়াকে এক মাসের খাদ্য সহায়তা দিলেন সাংসদ জিএম সিরাজ। ছবিটি আজ (শনিবার) সকাল সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে তোলা।

বগুড়ায় ৫০ জন হিজড়াকে এক মাসের খাদ্য সহায়তা দিলেন সাংসদ জিএম সিরাজ। ছবিটি আজ (শনিবার) সকাল সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে তোলা।

রিপন দাস, বগুড়া:

৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। আজ শনিবার (২৫ এপ্রিল) বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ সহায়তা দেয়া হয়। খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদের ব্যক্তিগত সহকারী মো: আব্দুল আজিজ।

 

করোনা পরিস্থিতির কারণে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বাভাবিক চলাচল কমে যাওয়ায় তাদের আয় রোজগারও কমে গেছে। এছাড়াও ঘর থেকে বের হতে না পারার কারণে তারা (হিজড়া) খাদ্য সংকটে পড়ে।

 

তাদের এ সহযোগিতায় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ প্রায় ২৩ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এমপির ব্যক্তিগত সহকারী বলেন, এ খাদ্য সামগ্রী পাওয়ার ফলে তাদের কষ্ট কিছুটা কম হবে। আমরা পর্যায়ক্রমে এ ধরনের খাদ্য সামগ্রী আরও বিতরণ করবো। সদর উপজেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার প্রায় ৫০ জন হিজড়া জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে আরও দেয়া হবে বলে জানান, মো:আব্দুল আজিজ।

 

বগুড়া জেলা হিজড়া সম্প্রদায়ের সরদার (গুরু) সুমি জানান, এত দিন আমরা বিচ্ছিন্নভাবে ত্রাণ পেয়েছি। কিন্তু এবার এক সাথে অনেক খাদ্য সামগ্রী পেলাম। এতে আমাদের প্রায় ১ মাসের খাবার ঘরে থাকবে।

 

বগুড়া বাদুরতলা এলাকায় বসবাসকারী আরেক হিজড়া লিপি জানান, করোনা পরিস্থিতির আগে আমরা বিভিন্ন কাজ করে খেতাম কিন্তু করোনার কারণে বাইরে আসতে পারি না, পুলিশও বের হতে দেয় না। আর আমরাও বের হয় না। তবে এমপির স্যারের খাদ্য সামগ্রী দেয়ায় আমাদের বেশ ভালো হলো।  

 

এছাড়াও এ খাদ্য সামগ্রী নিতে আসা শাহীন ও সালমাও জানান তাদের কষ্টের কথা। তবে তারা খাদ্য সহায়তা পাওয়ায় অনেক খুশি।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর