ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৮৬

সৌদি শুরা কাউন্সিলে প্রথম নারী সহকারি স্পিকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০০ ১৯ অক্টোবর ২০২০  

সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী হিসেবে শুরা কাউন্সিলে সহকারি স্পিকার পদে নিয়োগ পেয়েছেন ড. হানান বিনতে আবদুর রহিম আল আহমদি।

 

গেল রোববার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় নির্দেশনা জারি করে সিনিয়র স্কলারস, শুরা কাউন্সিল ও সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেন। এতে দেশটির ইতিহাসে নারী হিসেবে প্রথমবার শুরা কাউন্সিলের সহকারি স্পিকার হিসেবে নিয়োগ পান ড. হানান আল আহমদি।

 

শুরা কাউন্সিলে নিয়োগ পেয়ে নেতৃত্বদানের পদাধিকার পাওয়া সৌদি আরবের প্রথম নারী হলেন হানান আল আহমদি। ৭ বছর আগে শুরা কাউন্সিলে নিয়োগ পাওয়া ৭ জন নারীর অন্যতম ছিলেন তিনি। অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ বরেণ্য শিক্ষাবিদ।

 

সৌদি ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্বাস্থ্যসেবা পরিচালনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন হানান আল আহমদি। রিয়াদের ইকোনোমিক ফোরামের ট্রাস্টি বোর্ড এবং সৌদি ম্যানেজম্যান্ট এসোসিয়েশনের সদস্য তিনি।

 

ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত গবেষণা জার্নালের সম্পদনা পরিষদের সদস্যও এ নারী। এছাড়া দীর্ঘকাল সৌদির বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

 

সূত্র : আল আরাবিয়া
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর