ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৮৬৭

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

হাসপাতালে আগুন

হাসপাতালে আগুন

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। হাসপাতালের সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ডা. মুরাদ হাসান আরও বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ থেকে ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলায় আগুন লাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করেন। 

দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় প্রায় দুশ রোগীকে ঢামেকসহ অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়।  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর