ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩০০

হাসপাতাল থেকে বেরিয়ে সমর্থকদের চমকে দিলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৫ ৫ অক্টোবর ২০২০  

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই সমর্থকদের চমকে দিলেন তিনি।

 

ট্রাম্পের অসুস্থতার কথা শুনে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের সামনে সমবেত হন অসংখ্য কর্মী-সমর্থক। হঠাৎ হাসপাতাল থেকে বের হয়ে গাড়িবহর নিয়ে তাদের দেখা দিয়েছেন তিনি। অবশ্য দ্রুতই সেখানে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

তবে এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অনেকে  একে ‘বিপদজনক রাজনৈতিক স্ট্যান্ট’ হিসেবে অভিহিত করেছেন। 

 

ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কালো রংয়ের মাস্ক পরে গাড়ির পেছনে বসে ছিলেন ট্রাম্প। কিছুক্ষণ তার গাড়িবহর ওই এলাকা চক্কর দেয়। সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন তিনি।

 

গাড়িবহর নিয়ে বের হওয়ার কিছু সময় আগে সমর্থকদের চমকে দেবেন বলে টুইট করেন ট্রাম্প। তাতে সমর্থকদের দেশপ্রেমিক এবং বাইরে বের হওয়া চমকে দেয়া বলে উল্লেখ করেন তিনি। 

 

হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডেরি বিবৃতিতে জানান, নিজের সমর্থকদের চমকে দিতে হাসপাতাল ছেড়ে কিছু সময়ের জন্য বের হন ট্রাম্প। তবে দ্রুতই ওয়াশিংটনের ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল স্যুটে ফেরেন তিনি। চিকিৎসকদের অনুমতি ও যথাযথ পদক্ষেপ মেনেই হাসপাতাল থেকে বের হন প্রেসিডেন্ট।

 

কিন্তু ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট চেয়ারম্যান হাকিম জেফরিজ। তিনি টুইটারে লিখেছেন, করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এ সংকটকালে দেশে সঠিক নেতৃত্ব দরকার, ছবির পোজ নয়।

 

এর আগে রোববার ট্রাম্পের চিকিৎসক দল জানায়, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। শুক্রবার থেকে তার জ্বর নেই। ৫ দিনের কোর্সে রেমডিসিভির দ্বিতীয় ডোজ দেয়ার পর রিপাবলিকান প্রার্থীর যকৃত ও কিডনি স্বাভাবিক কাজ করছে।

 

চিকিৎসক ব্রায়ান গারিবাল্ডি জানান, অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ট্রাম্পকে ডেক্সামেথাসোন ওষুধ দেয়া হয়েছে। গতকাল তিনি প্রথম ডোজ গ্রহণ করেন। আপাতত এ ওষুধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

 

এর আগে শনিবার রাতে হাসপাতাল থেকে দেয়া ৪ মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। তবে একইসঙ্গে বলেন, আগামী কয়েকদিন হবে তার জন্য ‘সত্যিকারের পরীক্ষা’। ফার্স্ট লেডি মেলানিয়া ভালো আছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনিও করোনায় আক্রান্ত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর