ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
৩৮৮

১৭ মার্চ ঢাকা আসছেন মোদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ১ মার্চ ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য আগামী ১৭ মার্চ সকালে ঢাকা আসছেন তিনি।
ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ১৭ মার্চ সকালে মোদি ঢাকা আসবেন। এখন পর্যন্ত এ সিদ্ধান্ত আছে। এরপরও কোনো আপডেট আসতে পারে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী আসবেন। ওই সময় দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে।
মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন সোমবার। সচিবের সঙ্গেই এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর