ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৪৯

৪৭ হাজার জেলে পাচ্ছে সরকারি চাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৪ ১২ অক্টোবর ২০২০  

বরিশালে ইলিশ শিকার থেকে বিরত থাকা ৪৭ হাজার জেলের প্রত্যেককে ২০ কেজি করে সর্বমোট ৯৪০ মেট্রিক টন চাল দেয়া হবে। ইতোমধ্যে এসব চাল জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।

 

বরিশাল জেলা মৎস্য অফিস সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত নিষিদ্ধ থাকবে।

 

সূত্র আরও জানায়, জেলায় মোট ৭৫ হাজার ৬৯১ জন নিবন্ধিত জেলে রয়েছে। এদের মধ্যে ইলিশ শিকার থেকে বিরত থাকা এবং হতদরিদ্র অনুযায়ী বিশেষ বিবেচনায় ৪৫ হাজার জেলের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে।

 

জেলের সংখ্যা ও চাল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ। 

 

তিনি জানান, বর্তমান সরকারের আমলে আগের তুলনায় ইলিশের উৎপাদন বেড়েছে। কারণ, এ সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম এবং নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এনেছে। বিশেষ ভিজিএফের চাল বিতরণ করছে। তাই তাদের মাঝে চাল বিতরণ ও সহায়তায় কোনো ধরনের অনিয়ম-আত্মসাতের ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না।