ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৯৮

৮৬ বছর পর আয়া সোফিয়ায় জুমার নামাজ আদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪৯ ২৫ জুলাই ২০২০  

তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়ায় ৮৬ বছর পর প্রথমবারের মতো জুম্মার নামাজ পড়া হয়েছে। এর আগে গত ১০ জুলাই এক তুর্কী আদালত সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি বলে রায় দেয়। এরপরেই তুরস্কের ইসলামপন্থী সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে।

দেড় হাজার বছরের পুরোনো আয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, তারও পর একে জাদুঘরে রূপান্তরিত করা হয়। বিশ্বের নানা দেশ থেকে এই ভবনটিকে মসজিদে রূপান্তরের সরকারি সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে।

 শুক্রবার প্রথম জুম্মার নামাজের আগে শত শত মানুষ সেখানে জড়ো হন। তুরস্কের ধর্মমন্ত্রী বলছেন, আয়া সোফিয়া মসজিদের ভেতরে এক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। 

প্রথম দিনের জামাতে মসজিদের ভেতরে মুসল্লিদের সঙ্গে সামিল হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কী ধর্মমন্ত্রী আলী এরবাস জানিয়েছেন, নতুন মসজিদের জন্য তিনজন ইমামকে নিয়োগ করা হয়েছে।