ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৮০

এবারের হজ বাতিল হতে পারে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৩ ১২ জুন ২০২০  

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে হজ বাতিল করতে পারে সৌদি আরব। ১৯৩২ সালে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজ পরিবার। এরপর এবারই প্রথম হজ বাতিল হতে পারে! 

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ আভাস দিয়েছেন। তার বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বিশদ সংবাদ ছাপিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, হজ বাতিলের বিষয়টি খুব সতর্কতার সঙ্গে ভাবা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। বাতিল ও সীমিত পরিসরে হজের বিষয় দুটি নিয়েই ভাবা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ব্যাপারটি অগ্রাধিকার পাবে।

করোনার আগে মহামারী সার্স ও মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এ বছর হজ আয়োজন করা সৌদি সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে, এবার নিজেদের নাগরিকদের বাইরের দেশ ভ্রমণ করতে দেবে না। পাশাপাশি হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। 

প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর