ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food
৬২৭

এবার হজে কেউ করোনায় আক্রান্ত হননি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৮ ২ আগস্ট ২০২০  

হজ পালন করতে গিয়ে এবার কেউ করোনা ভাইরাসের আক্রান্ত হয়নি। শনিবার হজের চতুর্থ দিন জামারাত ব্রিজ থেকে ফেরার পর পর্যন্ত কোনো হাজি করোনায় আক্রান্ত হননি।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণায়ল জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্যের অবস্থা সন্তোশজনক এবং হজের কারণে জনস্বাস্থ্যের কোনো সমস্যা হয়নি।

হজ্বের তৃতীয় দিন হজযাত্রীদের তাওয়াফ আল-ইফাদের পরে গ্র্যান্ড মসজিদটিকে জীবাণুমুক্ত করা হয়। মহামারী সংকট চলাকালীন প্রতিদিন ১০বার মসজিদটি পরিষ্কার করা হয়েছে।

চলতি বছর হজে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন ডা. আমানী আল-সাদি। তিনি বলেন, হজযাত্রীদের আবাসন ত্যাগ করার সময় থেকে দিন শেষে ফিরে না আসা পর্যন্ত তাদের স্বাস্হ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর