ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৪০

করোনা প্রতিরোধে ইতালিতে সবাইকে ঘরে থাকার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ১০ মার্চ ২০২০  

ইতালিতে ভয়াবহ করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের ছয় কোটি মানুষের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে টেলিভিশনে মঙ্গলবার থেকে সারাদেশে অবরুদ্ধ পরিস্থিতি কার্যকরের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমি এ বিষয়ক ডিক্রি স্বাক্ষর করতে যাচ্ছি, আমি বাড়িতেই অবস্থান করছি।
ইতালির নাগরিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত ও স্বাস্থ্যগত যথাযথ কারণ ছাড়া ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
ভাইরাস মোকাবেলায় মিলান ও ভেনিসের চারপাশে উত্তরাঞ্চলীয় মূল শিল্পাঞ্চলে রোববার কোয়ারেন্টাইন এলাকা বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া সব স্কুল ও কলেজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে।
আগামী মাসে অনুষ্ঠেয় সিরি আ ফুটবল ম্যাচসহ অন্যান্য ফুটবল ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি।
এএফপির গণনায় দেখা গেছে, চীনের বাইরে করোনা ভাইরাসে ৮৬২ জনের মুত্যুর খবর পাওয়া গেছে। তাদের অর্ধেকই ইতালির।
করোনার উৎপত্তিস্থল ও সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চীনে ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণের পথে। এদিন কর্তৃপক্ষ সেখানে ভাইরাস আক্রান্ত ১৭ জনের মৃত্যু কথা জানিয়েছে। এ সংখ্যা জানুয়ারির শেষদিকে প্রতিদিন নতুন আক্রান্ত এবং মৃত্যুর তথ্য নিরূপণ শুরুর পর সবচেয়ে কম সংখ্যকের মৃত্যু।
তবে কোভিড-১৯ নামে পরিচিত ভাইরাসটি অন্যান্য অঞ্চলের চেয়ে ইতালিতেই বেশি দ্রুত ছড়াচ্ছে। সেখানে এখন ৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ৪৬৩ জনের মৃত্যুর কথা জানা গেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর