ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৪৭৯

করোনা ভাইরাসের ভয়ংকর ছোবল, চীনেই মারা গেল ১৩২

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ২৯ জানুয়ারি ২০২০  

চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসে আক্রান্তের সংখ্যা বুধবার বেড়ে ৫ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। এর সংখ্যা সার্স ভাইরাসে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেল। ২০০২ ও ২০০৩ সালে দেশটির মূল ভূখন্ডে এ ভাইরাস ছড়িয়ে পড়েছিল। 
এদিন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে আরো ১ হাজার ৪শ’ জনের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের প্রতিবেদনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে বলেও জানানো হয়। 
চীনে ভূখন্ডে সার্স ভাইরাসে মোট ৫ হাজার ৩২৭ জন আক্রান্ত হয়েছিল। ওই ভাইরাসে বিশ্বব্যাপী ৭৭০ জনের বেশি লোকের মৃত্যু হয়। এদের মধ্যে ৩৪৯ জনই চীনা নাগরিক।
সার্স নিয়ন্ত্রণে চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল, সেটার তুলনায় নতুন ভাইরাস মোকাবেলায় তারা আরো অনেক জোরালো উদ্যোগ নিয়েছে। এজন্য বেইজিংয়ের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, জাপান ও যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়া উহান নগরী থেকে তাদের দেশের নাগরিকদের এরই মধ্যে সরিয়ে নিয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর