ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
২৫০

করোনা ভাইরাস: চীনের প্রশংসায় ট্রাম্প 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৫ ৮ ফেব্রুয়ারি ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় দেশটি ‘অত্যন্ত পেশাদারি কাজ’ করছে।  তিনি বলেন, বৃহস্পতিবার রাতে টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে করোনা ভাইরাস সংকট নিয়ে আমার ‘অত্যন্ত ভালো’ আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে এসব আলোচনার অধিকাংশ ছিল করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনা। তারা প্রকৃতপক্ষে কঠিন কাজ করে যাচ্ছে। আমি মনে করি, ওরা বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় অত্যন্ত পেশাদারিত্বমূলক কাজ করছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন এ বিষয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, চীন অত্যন্ত ভালো কাজ করবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর