ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
৮৮৭

গোপনে হজ পালন করেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ১৯ মে ২০১৯  

ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় আচার হজ পালন। প্রতিবছর সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান মক্কায় হজ পালন করেন।
কিন্তু 'আহমদিয়া মুসলিম' সম্প্রদায়ের অনুসারীরা নিজেদের দাবি করলেও পণ্ডিতরা তাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তাদের জন্য হজ করার বৈধতা নেই।
'আহমদিয়া মুসলিম' সম্প্রদায়ের অনুসারীদের সৌদি আরবে প্রবেশও নিষিদ্ধ। তাদের কেউ দেশটিতে গেলে আটক বা দেশে ফেরত পাঠানো হতে পারে। কিন্তু অনেকেই হজ পালন করার জন্য গোপনে সেখানে যান।
গোপনে মক্কা-মদিনা গিয়ে হজ পালন করেছেন এমন একজনের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
তিনি বলেন, অনেক ঝুঁকি ছিল। কিন্তু যখন আপনি যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তখন সহায়তা পাবেনই। কারণ প্রভু জানেন আমি একজন মুসলিম। তাই তার সমর্থন আমি পাব।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর