ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৫০২

গোবিন্দর সিনেমায় বাংলাদেশের সিমলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১ অক্টোবর ২০১৯  

২০১৮ সাল থেকে ভারতের মুম্বাইয়ের মীরা রোডে বাস করছেন বাংলাদেশের অভিনেত্রী সিমলা। এরই মধ্যে ‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ শেষ করেছেন তিনি। আরও কয়েকটির কাজ শিগগির শুরু হওয়ার কথা। 
মায়ের অসুস্থতার জন্য ২৫ আগস্ট হঠাৎ দেশে ফেরেন সিমলা।  ১৫ অক্টোবর আবার মুম্বাই ফিরে যাবেন ‘ম্যাডাম ফুলি’ অভিনেত্রী। এবার গিয়ে নায়ক গোবিন্দর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য ছবিতে অভিনয় করবেন তিনি।
সিমলা বলেন, ঢাকায় ফেরার আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গোবিন্দ দাদা নিজেই পরিচালনা করবেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ। তারপর ঠিক হবে নাম ও অন্যান্য শিল্পী-কুশলী। আসলে দাদার পরিবারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাকে তারা পরিবারেরই একজন মনে করেন। আমিও তাদের আমার অভিভাবক মানি। ঢাকায় আসার পর বেশ কয়েকবার আমার খোঁজ নিয়েছেন তারা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর