ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৬২৮

প্রথম লেগে পারফরম্যান্সে উজ্জ্বল বোলাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২০ ১৮ অক্টোবর ২০২০  

চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম লেগে বোলারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। করোনার কারণে গেল ৭ মাস ঘরবন্দি থাকায় ভাবা হয়েছিল বোলারদের ফিটনেস-দক্ষতায় মরিচা পড়বে। কিন্তু না, গেল ১১ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথমে লেগে বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ-রুবেল-এবাদতরা।

 

প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে থাকলেও ব্যাট হাতে কসরত করার সুযোগ ছিল ব্যাটসম্যানদের। কিন্তু পূর্ণ রানআপে বল করার সুযোগ ছিল না বোলারদের। প্রথম পর্বে ধীর গতির পিচ সহায়তা করলেও তাদের পারফরম্যান্সে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

 

তিনি বলেন, চলতি বিসিবি প্রেসিডেন্টস কাপে বোলারদের পারফরম্যান্স উৎসাহজনক ছিল। স্লো উইকেটে সহায়তা পেলেও নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করাটা বোলারদের প্রধান লক্ষ্য ছিল এবং তাদের মধ্যে কোনও জড়তা ছিল না।

 

তুলনামুলকভাবে ব্যাটসম্যানরা কিছুটা পিছিয়ে। তাদের পারফরম্যান্স ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পিচ ব্যাটারদের পক্ষে ছিল না। বেশিরভাগ ব্যাটসম্যান বড় শট খেলে আউট হয়ে যায়। উইকেটের অবস্থা এমন ছিল, বড় শট খেলে কেউই এখানে টিকতে পারেননি। 

 

দ্বিতীয় লেগে পিচ সহজ হয়েছে। ব্যাটসম্যানরা রানের মধ্যে ফিরছে। টানা ২ ম্যাচে মুশফিকুর রহিম সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। তরুণ আফিফ হোসেন ৯৮ রানের নান্দনিক ইনিংস খেলেছেন।

 

নান্নু জানান, ব্যাটসম্যানদের ফর্মে ফেরাটা ভালো লক্ষণ। তিনি বলেন, ব্যাটিংয়ের জন্য পিচ আরও সহজ হচ্ছে। তারা রানের মধ্যে ফিরেছে। কিছু ব্যাটার কয়েকটি ভালো ইনিংস খেলেছে। এটি খুবই ভালো লক্ষণ। আমি মনে করি, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা আরও ভালো পারফরম্যান্স প্রদর্শন করবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর