প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা-সব দলীয়করণ:টিআইবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৪ ৪ আগস্ট ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘কর্তৃত্ববাদী সরকার’ বিতাড়িত হলেও দলীয়করণের সেই ধারাবাহিকতা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থাসহ সব জায়গায় অব্যাহত রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এও মনে করছে, কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি করবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের এক বছরের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরেছে টিআইবি। সোমবার (৪ আগস্ট) ঢাকার ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। গবেষণা প্রতিবেদনের একটি খসড়া পড়ে শোনান গবেষক শাহজাদা এম আকরাম ও মোহাম্মদ জুলকারনাইন।
প্রতিবেদনে সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগ, মানবতাবিরোধী অপরাধের বিচার, জাতীয় ঐক্যমুক্ত প্রতিষ্ঠার উদ্যোগ, আইনশৃঙ্খলা, আর্থিকখাত, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ব্যবস্থা, বিদ্যুৎ জ্বালানি, নির্বাচন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সেনাবাহিনী প্রসঙ্গ এসেছে।
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যে বিচার চলছে, সেই প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ করা বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে বিতর্ক ও সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হওয়ার অভিযোগ রয়েছে।
এক্ষেত্রে মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তার উদ্দেশ্যে এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ। মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
জনপ্রশাসনের সংস্কার নিয়ে টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, পতিত সরকারের সময় দলীয় বিবেচনায় বঞ্চিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১ হাজার ৩০০ জনের বেশি কর্মকর্তা উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
তাদের মধ্যে প্রায় ৫৫০ জনকে অনুমোদিত পদের বাইরে এবং ৭৬৪ জনকে ভুতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে (এপ্রিল পর্যন্ত)। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় মোট ৪০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে (ফেব্রুয়ারি পর্যন্ত)।
যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের মোট ৪৫ জনকে ওএসডি করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মোট ৫১৬ জনকে ওএসডি করা হয়েছে। বিতর্কিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি ও এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জনপ্রশাসনের বর্তমান অবস্থার মূল্যায়নে টিআইবি বলছে, এখন জনপ্রশাসনে একটি দলের অনুসারীদের পরিবর্তে অন্য দল বা দলগুলোর প্রাধান্য ও আধিপত্য প্রতিষ্ঠান পেয়েছে। বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ-সুবিধা আদায় চলছে।
জনপ্রশাসন সংস্কার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, পদোন্নতি পাওয়া বা পদ বঞ্চিত হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণে ব্যর্থতার অভিযোগ ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
বিচার বিভাগেও আইন কর্মকর্তা নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ উঠেছে উল্লেখ করে টিআইবি বলেছে, “নিয়োগ প্রাপ্ত বিচারকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি মামলা নিষ্পন্ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি করছে।
জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার প্রদান বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছে টিআইবি। নির্বাচন নিয়ে টিআইবি বলছে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতার সুযোগ তৈরি হয়েছিল।
সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে বলেও টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে। এই কিংস পার্টি কারা, এ প্রশ্নের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা সবাই জানে যে- এনসিপি হচ্ছে এই কিংস পার্টি। কারণ তাদের সহযোগী এখন সরকারের দুজন উপদেষ্টা রয়েছেন, আবার একজন উপদেষ্টা পদত্যাগ করে এ দলে যুক্ত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনীতি শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে।
নির্বাচনের রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই অস্থিরতা এখন কেটেছে কি না, এ প্রশ্নের উত্তরে ইফতেখারুজ্জামান বলেন, এখন তো একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তবে অস্থিরতা যেকোন সময় হবে না, তা বলা যায় না।
রাজনৈতিক দল নিয়ে পর্যবেক্ষণে টিআইবি বলেছে, জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল নারী সংস্কার কমিশন বাতিল ও কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং আন্দোলনের হুমকি দিয়েছে। হেফাজতে ইসলামের একটি সমাবেশে নারী কমিশন সম্পর্কে দেওয়া বক্তব্য অত্যন্ত অবমাননাকর ও অশ্লীল। কয়েকটি ধর্মভিত্তিক দলের সম্পৃক্ততায় মাজার ভাঙা, নারীদের রাস্তাঘাটে হেনস্তা, মেলা-ওরশ-গান-নাটকের অনুষ্ঠান বন্ধ করা, পাঠাগারে হামলা, বিভিন্ন সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলার ঘটনা ঘটেছে।
কোনো স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া বা মানদণ্ড অনুসরণ না করে সচিবালয় থেকে শুরু করে সরকারি বা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, বদলি, পদোন্নতি প্রদানে কয়েকটি দলের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকার প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ও সংঘাত অব্যাহত রয়েছে।
ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন দুই কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে। সিলেটের কোয়ারি ও নদনদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজার, ঘাট, বালুমাল ও জলমহল ইত্যাদি ইজারার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
আধিপত্য প্রতিষ্ঠা, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত রয়েছে উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছরের অগাস্ট থেকে এবছরের জুন পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় ১২১ জন নিহত এবং পাঁচ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। রাজনৈতিক সংঘাতের ৯২ শতাংশের ঘটনায় বিএনপি, ২২ শতাংশের ক্ষেত্রে আওয়ামী লীগ, ৫ শতাংশ জামায়াতে ইসলাম এবং ১ শতাংশের ক্ষেত্রে এনসিপির সম্পৃক্ততা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে উল্লেখ করে পর্যবেক্ষণে বলা হয়েছে, সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। অন্তত ১৫০ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। মব তৈরি করে গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ২৪ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পর থেকে অপসারণ করা হয়েছে।
৮টি সংবাদপত্রের সম্পাদক এবং ১১ টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন। ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৬ জনকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়। তিনজন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, আন্দোলন, লুটপাট, অরাজকতা চলছে। বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু অব্যাহত রয়েছে। আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমেও বৈষম্য তৈরি হয়েছে। কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব, আবার কোনো পক্ষের উপর নির্যাতন চালাচ্ছে পুলিশ।
পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনে অনাগ্রহ পেশাদারিত্বের ঘাটতি প্রকাশ করছে বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে। ব্যাংক খাতে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন এলেও কর্মসংস্থান ও বিনিয়োগে তেমন পরিবর্তন আসেনি উল্লেখ করে আর্থিক খাত নিয়ে পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার কথা বলা হলেও এখনো কোন উদ্যোগ নেই।
দেশের মোট বিতরণকৃত ঋণের প্রায় ২৪ দশমিক ১৩ শতাংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে, যার পরিমাণ চার লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় ঘাটতি তৈরি হয়েছে। তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও রদবদলে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে উল্লেখ করে টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, উপাচার্যের পদত্যাগ বা অপসারণের পরিপ্রেক্ষিতে ৪৮টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হলেও নিয়োগের মানদণ্ড ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা এলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চলমান রয়েছে বলেও মূল্যায়ন টিআইবির। স্বাস্থ্যখাতেও দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির কারণে বিশৃঙ্খলা বিরজমান রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, একটি চিকিৎসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা শিক্ষা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাতিল, বদলি ও পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সূচিকিৎসা নিশ্চিত করা হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের বিরুদ্ধেও সুস্থ হওয়ার পরে হাসপাতালের বেড দখল করে রাখার অভিযোগ উঠেছে।
সার্বিক পর্যবেক্ষণ নিয়ে বক্তব্য দিতে গিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্কার নিয়ে নিজের হতাশার কথা বলেন। কোনো কোনো ক্ষেত্রে সংস্কার করতে গিয়ে সংকট আরো প্রকট হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সংস্কারের সুপারিশগুলো গ্রহণ না করে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে দু-একটি করে অ্যাডহক ভিত্তিতে নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য শতাধিক সংস্কারের সুপারিশের মধ্যে টয়লেট পরিষ্কার রাখতে হবে- এরকম অতি নগণ্য কয়েকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। নারী কমিশন, স্বাস্থ্য, গণমাধ্যমসহ অনেকগুলো মন্ত্রণালয় ও খাত এখনো আলোচনার বাইরে রয়ে গেছে বলা যায়।
প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে আরেক ধরনের দলীয়করণ শুরু হয়েছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টা এমন যে- এতদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়। এমন প্রবণতা রাজনীতি ও প্রশাসনের সর্বক্ষেত্রে প্রতিফলন ঘটছে।
- ৫০০ বছর পর জেগে উঠলো রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি
- চট্টগ্রামে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা-সব দলীয়করণ:টিআইবি
- ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম
- যেভাবে পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে
- এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের
- আমেরিকায় শাকিব-বুবলির ঘোরাঘুরি, যা বললেন অপু
- জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা
- ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
- দুর্ঘটনা থেকে বাঁচতে মোটরসাইকেলের যত্নে যা যা করবেন
- ইনজুরি: কত দিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে
- ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী, ছবি ভাইরাল
- শেখ হাসিনার বিরুদ্ধে যে ৫ অভিযোগ আনা হয়েছে
- সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা
- এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’ যা যা আছে
- আপনার কিডনি সুস্থ তো?
- বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
- সবুজে অবগাহন
বৃক্ষের টানে মেলায় - কোন কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন বাংলাদেশি দিদারুল
- উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ
- ৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ
- নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি
- ৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি
- ইয়ামালের স্বপ্ন পূরণ
- জাস্ট ওয়েট, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল
- সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে
- খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ
- শিবিরের নির্দেশনায় আন্দোলন করার তথ্য ‘মিথ্যা’: নাহিদ ইসলাম
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- ঝাল খেলে পেট জ্বলে কেন?
- সবুজে অবগাহন
বৃক্ষের টানে মেলায় - জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধানশিক্ষকরা
- আপনার কিডনি সুস্থ তো?
- রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
- কোন কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে
- আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ১১ দিন ৭ নির্দেশনা পুলিশের
- বলিউডের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ‘সাইয়ারা’
- শাকিব খানের ঈদের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়
- জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? ফেসবুক লাইভে কাঁদলেন উমামা
- বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান
- নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি
- নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন বাংলাদেশি দিদারুল
- মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন
- দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া
- রংপুরে হিন্দুপাড়ায় হামলা: গ্রেপ্তার ৫