ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
১২৫২

বাংলাদেশের ছবিতে সানি লিওন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ২০ আগস্ট ২০১৯  

 এবার বলিউড তারকা সানি লিওনকে বাংলাদেশি ছবির আইটেম গানে দেখা যাবে। ছবির নাম ‘বিক্ষোভ’। ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

জানা গেছে, বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজনেই মুম্বাইয়ে রয়েছেন। সোমবার রাতে চুক্তি স্বাক্ষরের পর  সানি লিওনের বক্তব্য সংবলিত একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সেলিম খান।

এ প্রসঙ্গে নির্মাতা রনি বলেন, বিক্ষোভ-এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত। কয়েক সেকেন্ডের ওই ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত বিক্ষোভ ছবিতে তিনি পারফর্ম করতে যাচ্ছেন।

রনি আগেই জানিয়েছিলেন যে, ‘বিক্ষোভ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে বলেও জানান রনি। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ ছবির ঘটনা আবর্তিত হয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর