ঢাকা, ২৬ অক্টোবর রোববার, ২০২৫ || ১১ কার্তিক ১৪৩২
good-food
১৯

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২১ ২৬ অক্টোবর ২০২৫  

রাজধানীর ফার্মগেট স্টেশনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

 

রবিবার দুপুর পৌনে একটা দিকে ফার্মগেট মেট্রোস্টেশন সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। তিনি বলেন, “এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

 

দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব দেশকাল নিউজকে বলেন, “ফার্মগেট স্টেশনে বিয়ারিং পড়ে গেছে বলে শোনা যাচ্ছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ আছে।”

 

২০২৪ সালের সেপ্টেম্বরেও রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর একটি 'বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট' হয়।এদিকে ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

আগারগাঁও স্টেশনে অপেক্ষমান যাত্রী আল হেলাল বলেন, “স্টেশনে মেট্রোরেলের অপেক্ষায় হাজারের বেশি মানুষ অপেক্ষা করছেন।”

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর