ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
২৬৭

মোদীর ঢাকা সফর নিশ্চিত করেছে দিল্লি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৫ ৬ মার্চ ২০২০  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিশ্চিত করেছে দিল্লি। দিল্লি থেকে এ সফর নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ বাংলাদেশ সফর করবেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ২ থেকে ৩ মার্চ ঢাকা সফর করেন। তার ঢাকা সফর শেষ করার দুই দিনের মধ্যেই দিল্লি থেকে মোদীর সফর নিশ্চিত করা হলো।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর