ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৮

রাসেলের স্ত্রীকে ‘কুরুচিকর প্রস্তাব’ সমর্থকের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৪ ১১ অক্টোবর ২০২০  

আইপিএলে ব্যাট হাতে একদমই ফর্মে নেই আন্দ্রে রাসেল। চলতি টুর্নামেন্টের তিনি যেন অতীতের ছায়া মাত্র। এ অফফর্ম দেখে এবার সমর্থক সরাসরি তার স্ত্রী জ্যাসিম লরাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

চলমান আসরে রাসেলের ব্যাট একবারও হাসেনি। তার গতবারের ফর্মের সঙ্গে তুলনা করলে দেখা যায়, যেন সম্পূর্ণ দুই আলাদা ব্যাটসম্যান খেলছেন। ৪ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। রান সংগ্রহ করেছেন মোটে ৫০। ৪ ইনিংসে করেছেন যথাক্রমে ১১, ২৪, ১৩, ২। সর্বোচ্চ স্কোর ২৪, স্ট্রাইক রেটও (১৩৫.১৩)।

 

এ অবস্থা দেখে এক সমর্থক সরাসরি রাসেলের স্ত্রী জ্যাসিমের কাছে অনুযোগ জানালেন। তার এক ইনস্টাগ্রাম পোস্টের নিচে সেই সমর্থক লিখেছেন, আন্টি প্লিজ দুবাই চলে আসুন। রাসেল একদমই ভালো ফর্মে নেই।

 

ওই সমর্থককে পাল্টা জবাব দেন জ্যাসিমও। তিনি মন্তব্য করেন, রাসেল সেরা ফর্মে রয়েছে।

 

প্রতিবছর আইপিএলে স্বামীকে চিয়ার করতে হাজির থাকেন জ্যাসিম। তবে এ মৌসুমে নেই। করোনা সংক্রান্ত বাধ্যবাধকতার কারণে অনেক ক্রিকেটার এবার স্ত্রী-পরিজন ছাড়া দুবাই এসেছেন। 

 

সুদূর থেকেই স্বামীর ব্যাটিং নিয়ে ভরসা যোগাচ্ছেন জ্যাসিম। রাসেল নিজেও দ্রুত রানে ফেরার বিষয়ে আশাবাদী। চেন্নাই সুপার কিংস ম্যাচের পর ক্যারিবিয়ান তারকা বলেছেন, আমি রানে ফেরার বিষয়ে আশাবাদী। ক্রিকেটে এমনটা হয়ে থাকে। রান করার উপায় খুঁজে চলেছি।

 

ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে বেশ ভালো ছাপ রাখছেন রাসেল। ৪ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। বল হাতে স্ট্রাইক রেট ও ইকোনমি রেট যথাক্রমে ১২ ও ৮। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮তম ওভারে বোলিং করেন রাসেল। সেসময় জয়ের জন্য ধোনি বাহিনীকে প্রতি ওভারে তুলতে হতো ১৩ রান করে। 

 

সেই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাসেল। স্যাম কুরানের উইকেটও দখল করেন। তবে কলকাতা নাই রাইডার্স তার ব্যাটের দিকে তাকিয়ে। কেকেআর টুর্নামেন্টে কতদূর যাবে, অনেকটাই যে নির্ভর করছে ক্যারিবীয় বিগহিটারের ব্যাটে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর