ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩১৫

রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারাল কলকাতা নাইট রাইডার্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ১০ অক্টোবর ২০২০  

টানটান উত্তেজনার রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২ রানে হারিয়ে টানা দু’ম্যাচে জয় পেল কেকেআর।
 কেকেআর   প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানের টার্গেট দেয়। কিংসরা জবাবে ১৬২-র বেশি তুলতে পারেনি।

কেকেআরের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত সূচনা করে দেন দুই কিংস ওপেনার লোকেশ রাহুল (৫৮ বলে ৭৪) ও মায়াঙ্ক আগারওয়াল (৩৯ বলে ৫৬)। দুজনে ওপেনিং জুটিতেই ১১৫ তুলে দিয়েছিলেন। এরপর মায়াঙ্ক আগারওয়াল আউট হতেই ছন্দপতন। পরপর মিডল অর্ডারে ধস নামে। একের পর এক আউট হয়ে যান নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং, কেএল রাহুলরা। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর