ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৩৭

সোলাইমানির দাফনে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৮ ৭ জানুয়ারি ২০২০  

ইরাকে নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির দাফনে অংশ নিতে এসে পদদলিত হয়ে ৩০-এরও বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তার নিজ শহর কারমানে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ব্যাপক জনসমাগমের কারণে দুর্ভাগ্যবশত ৩০-এরও বেশি লোক নিহত এবং আরো বেশ কিছু সংখ্যক আহত হয়েছেন। কাসেমির দাফনে লাখো মানুষ অংশগ্রহণ করেন।
গেল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। সেখান থেকে রোববার সকালে দক্ষিণ পশ্চিম ইরানের আহওয়াজ শহরে তার লাশ নিয়ে যাওয়া হয়। 
সোমবার সোলাইমানির জানাযা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ-যুদ্ধ ভাব দেখা যাচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর