ঢাকা, ০৮ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ২৪ কার্তিক ১৪৩১
good-food
৩৬

৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ২৪ অক্টোবর ২০২৪  

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলবে। হস্পতিবার (২৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলমান থাকবে। বুধবার এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

৩০ নভেম্বরের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

 

এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এবছর সরকারি খরচে কাউকে হজ্জে পাঠানো হবে না।