ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৯৪০

অভিযোগ দুর্নীতির, জেরার মুখে নায়িকা ঋতুপর্ণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২১ ২০ জুলাই ২০১৯  

আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভারতের বৃহত্তম চিটফান্ড প্রতারণায় জড়িত রোজভ্যালি গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে সুসম্পর্ক ছিল ঋতুপর্ণার। এ ব্যবসায়ী কোটি কোটি টাকা বিনিয়োগ করেন চলচ্চিত্র খাতে। এ কারণে বহু চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট কাজে যুক্ত ছিলেন অভিনেত্রী।

গোয়েন্দারা মনে করছেন, বহুবার গৌতম কুণ্ডুর সঙ্গে বিদেশ ভ্রমণ করেন ঋতুপর্ণা। সেসময় দেশের টাকা বাইরে পাচার করা হয়েছে চলচ্চিত্রের নাম করে।

এছাড়া অভিনেত্রীর সংস্থার সঙ্গে রোজভ্যালির প্রায় সাড়ে সাত কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকার উৎস এবং খরচের খতিয়ানও জানতে চান তারা।

এদিন স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার সল্টলেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে পৌঁছান অভিযুক্ত অভিনেত্রী। তার প্রতিষ্ঠানের একজন আইনজীবীকেও সঙ্গে নিয়ে যান ঋতুপর্ণা।

এর আগে ভারতের অর্থনৈতিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সম্যান্ট ডিরেক্টোরেট বা ইডি তাকে জেরার জন্য চিঠি পাঠায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর