ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৩৫

আফগান প্রেসিডেন্টের সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ২৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ১৭ সেপ্টেম্বর ২০১৯  

আফগানিস্তানের প্রেসিডেন্টের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। 
মঙ্গলবার কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে এ হামলা হয়। ওই সমাবেশে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাষণ দেয়ার কথা ছিল।
রয়টার্সের খবরে জানানো হয়, আশরাফ ঘানির বক্তব্য শুরুর ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলার ঘটনা ঘটে। 
প্রাদেশিক হাসপাতাল প্রধান বলেন, হামলায় প্রেসিডেন্ট কোনো ধরনের আঘাত পাননি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। 
কে বা কারা এ হামলা করেছে তা এখনো জানা যায়নি। হামলার দায় স্বীকার এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী বিবৃতি দেয়নি।
আফগানিস্তানে আগামী ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। পাঁচ বছর মেয়াদে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদের জন্য এতে লড়ছেন আশরাফ ঘানি।
জনগণকে ভোট দেয়া থেকে বিরত রাখতে ইতিমধ্যে ঘন ঘন হামলা করার ঘোষণা দিয়েছে তালেবান কমান্ডাররা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর