ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩০৭

আম্পায়ারিং নিয়ে রেগে আগুন প্রীতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৭ ২১ সেপ্টেম্বর ২০২০  

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। মূলত আম্পায়ারের ভুলে পয়েন্ট হারিয়েছে তারা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন দলটির মালিক বলিউড কুইন প্রীতি জিনতা।

পাঞ্জাব ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। কাগিসো রাবাদার বল লং অনে পাঠিয়ে দু’বার ক্রিজ বদলান মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু তাতে আপত্তি তোলেন লেগ আম্পায়ার নিতিন মেনন। তিনি জানান, প্রথম রান নেয়ার সময় দাগ স্পর্শ করেনি অপর ব্যাটসম্যান ক্রিস জর্ডানের ব্যাট। তাই এক রান কেটে নেয়া হয়।

 

তবে টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, দাগ স্পর্শ করে জর্ডানের ব্যাট। এরপরও নিজের সিদ্ধান্তে অটল থাকেন মেনন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। নিষ্পত্তির জন্য সুপার ওভারে গড়ালে খুব সহজে হেরে যায় পাঞ্জাব।

 

আম্পায়ারের এ ভুলকে মেনে নিতে কষ্ট হচ্ছে প্রীতির। টুইটারে তিনি লেখেন, মহামারি চলছে। তবু দুবাই চলে আসলাম। কোয়ারেন্টিনের পর করোনা টেস্ট করেছি। অথচ একটা ভুলেই ম্যাচটা হারতে হলো। তথ্য-প্রযুক্তি থাকার পরও যদি ভুল হয়, তবে এসব রেখে লাভ কী? বিসিসিআইয়ের নতুন নিয়ম চালু করা উচিত। বারবার এমন হতে পারে না।

 

আরেক টুইটে পাঞ্জাব মালকিন যোগ করেন, আমি খেলার চেতনায় বিশ্বাসী হওয়ায় সবসময় হার-জিত মেনে নেয়ায় চেষ্টা করি। তবে সবার ভালোর জন্যই নিয়ম বদলানো দরকার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর