ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৪২

আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া-আগুয়েরো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৯ ১৯ সেপ্টেম্বর ২০২০  

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাতে জায়গা পাননি অন্যতম দুই ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরো। 

 

আগামী ৮ অক্টোবর প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এ ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপের টিকিটের লড়াই শুরু করবেন তারা। পরে ১৩ অক্টোবর নামবেন বলিভিয়ার বিপক্ষে।

 

হাতেনাতে ভালো পারফরম্যান্সের ফল পেলেন আলেসান্দ্রো গোমেজ ও জিওভানি সিমিওনে। ক্লাব ফুটবলে দারুণ পারফরম করায় দলে নিজেদের জায়গা ফিরে পেলেন তারা। গোমেজ ২০১৭ এবং সিমিওনে সবশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেন ২০১৮ সালে।

 

২০২২ কাতার বিশ্বকাপের জন্য ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তা হয়নি। অবশেষে আসছে অক্টোবরে তা শুরু হচ্ছে।

আর্জেন্টিনা দল:


গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো ও আগুস্তিন মার্চেসিন।

 

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, ওয়াল্তার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুইনা ও ফাকুন্দো মেদিনা।

 

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিঙ্গেজ, আলেক্সিস মাক আয়িস্তের ও আলেসান্দ্রো গোমেজ।

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেস, ভিওভানি সিমিওনে ও ক্রিশ্চিয়ান পাভোন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর