ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৮৩৮

আসামের সেই ১৯ লাখ মানুষের কী হবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ৩১ আগস্ট ২০১৯  

নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আসাম। এতে নাম নেই ১৯ লাখ মানুষের। প্রশ্ন হচ্ছে, এখন কী করবেন তারা? এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলছে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা।
স্বাভাবিকভাবেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় ভারতের কেন্দ্রীয় এবং আসাম রাজ্য সরকার নিশ্চয়তা দিয়েছে, চূড়ান্ত তালিকায় যাদের নাম নেই; তাদের বিদেশি বলে গণ্য করা হবে না। তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার সুযোগ পাবেন। আদালতে যাওয়ার সুযোগ পাবেন। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে সহায়তা করবে।

সরকার নিশ্চিত করেছে, তালিকায় না থাকা ব্যক্তিদের কোনো বন্দি শিবিরে আটকে রাখা হবে না।

তবু এতে স্বস্তি ফিরছে না আসামে। সাধারণ, দরিদ্র মানুষের আদালতে দৌড়াদৌড়ি করাটাই বড় ঝামেলার ব্যাপার। আদালতে গিয়ে প্রমাণ করা যাবে তারা ভারতীয় নাগরিক- এ ভরসাও করতে পারছেন না ১৯ লাখ মানুষ। যদি আদালতও বলে দেয়, তারা ভারতীয় নাগরিক নন, তখন কী হবে? 

বন্দি শিবিরে আটকে রাখা হবে, না অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে? নাকি নাগরিকত্বহীনভাবে সুযোগ-সুবিধা ছাড়া আসামে বসবাস করতে হবে?- এসব প্রশ্নের উত্তর মিলছে না। ফলে আতঙ্ক না কমে, বাড়ছে। ধারণা করা হচ্ছে, নাগরিকপঞ্জি নিয়ে ভারতের রাজনীতি অনেক বছর পর্যন্ত ঘুরপাক খাবে।

উল্লেখ্য, শনিবার সকালে আসামের নাগরিকপঞ্জি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এর পর প্রায় ১৯ লাখের বেশি মানুষের নাম সেই তালিকায় স্থান পায়নি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর