ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৩৫৮

ইউরোপে রমজান শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৮ ৫ মে ২০১৯  

দুয়ারে রহমত-মাগফিরাত নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে রোববার রাতের প্রথমভাগে তারাবিহ সালাত এবং শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু হচ্ছে।

এবার ইউরোপে রমজান শুরু হচ্ছে গ্রীষ্মকালে। ফলে ১৭ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে সেখানকার মুসলিমদের। ইউরোপিয়ান দেশগুলোতে ইফতার মাগরিবের নামাজ শেষে রাত ১১টায় এশার নামাজ শুরু হবে। তারাবিহ শেষ হতে কোনো কোনো রাত প্রায় একটা বাজবে। আবার রাত ৪টায় অনেকে তাহাজ্জুদের জামাত আদায় করবেন। এভাবে এক মাস ধরে সিয়াম আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় থাকবেন ইউরোপের ধর্মপ্রাণ মুসলিমরা।

রমজান এলেই সাধারণত বাংলাদেশে একশ্রেণির অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করেন। তবে ফ্রান্সে ক্যারিফোর, ইন্টারমাসের মতো  আন্তর্জাতিক চেইন শপগুলো বিশাল মূল্যছাড় দেবে। ইতিমধ্যে সবকিছু প্রস্তুত।