ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৭০১

ইজতেমা নিয়ে সিদ্ধান্ত বুধবারের বৈঠকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ২১ জানুয়ারি ২০১৯  

দুই ভাগে বিভক্ত তাবলিগ জামাত এ বছর বিশ্ব ইজতেমা একসঙ্গে করবে না আলাদাভাবে করবে তা আসছে বুধবার বৈঠকে নির্ধারিত হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী অনুসারীরা অংশ নেন। এতে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা শেষ চেষ্টা করছি তাদের দুজনকে একত্র করার। যাতে ইজতেমা সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে। এটা যাতে একসঙ্গে করতে পারেন তারা, সেই চেষ্টাটাই আমরা করছি। একপক্ষের লোক আসেনি। তাদের বক্তব্য, সময়মতো নোটিশ পাননি। তাই তারা আসতে পারেননি।

তিনি বলেন, আমরা তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। তারা বসে সিদ্ধান্ত নেবেন-একসঙ্গে করবেন কি করবেন না।

তাবলিগ জামাতের আয়োজনে দীর্ঘদিন ধরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা হয়ে আসছে। তবে গেল বছর থেকে মাওলানা সাদপন্থী এবং সাদবিরোধী পক্ষে বিভক্ত হয়ে আছে তাবলিগ জামাত। তাদের বিভক্তির কারণেই ২০১৯ সালে বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বৈঠকে মাওলানা সাদপন্থীরা অংশ নিলেও সাদবিরোধীরা আসেননি। তবে তাদের অনুরোধে ওই দিন সকালে দুই পক্ষকে নিয়ে ফের বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।