ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৭৭

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২০  

ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন সেনা ঘাঁটিতে আবারো রকেট হামলা চালানো হয়েছে। 
আজ রোববার ভোরের দিকে এই রকেট হামলা চালানো হয়। 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক দফা চালানো এই হামলায় কোন হতাহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। 
এর আগে গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কিরকুকে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। কাসেম সোলাইমানির মৃত্যুতে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকেই তখন ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হয়। 
এর আগে ইরাকে মার্কিন কে ১ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে গত বছরের ২৭ ডিসেম্বর। তখন প্রায় ৩০টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। 
এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই তখন ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর