ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১২১

ইরানে করোনা ভাইরাসে আরো ৪ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৭ ২৪ ফেব্রুয়ারি ২০২০  

ইরানে করোনা ভাইরাসে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়াল। 
সোমবার পার্লামেন্টের এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
পার্লামেন্ট অধিবেশন শেষ হওয়ার পর আসাদুল্লাহ আব্বাসির বরাত দিয়ে খবর পরিবেশন করেন আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।
তাতে বলা হয়, দেশে করোনা ভাইরাসে ৪৭ জন আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
গেল ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে প্রায় ২৬০০ জন মারা গেছেন।

আর কাছাকাছি ৫০ জন বাইরের। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের। 
এছাড়া চীনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার। আর দেশটির বাইরে আক্রান্ত হয়েছেন কাছাকাছি ১০ হাজার।
ধারণা করা হচ্ছে, ইরানে বসবাসরত চীনা নাগরিক থেকে দেশটিতে নভেল করোনা ভাইরাস ছড়িয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর