ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১
good-food
২৭১

ইরানে গুলিতে নিহত ১০৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ২০ নভেম্বর ২০১৯  

ইরানে ১ সপ্তাহের বিক্ষোভে ১০৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স জানায়, বিক্ষোভকারীদের জমায়েতে ভবনের ছাদ থেকে গুলি চালায় স্নাইপাররা। 

প্রতিবেদনে বলা হয়, ২১টি শহরে বিক্ষোভের সময় অন্তত ১০৬ জন নিহত হয়েছেন। এর সংখ্যা আরও বেশি হতে পারে। কিছু খবরে নিহতের সংখ্যা ২০০ জন উল্লেখ করা হয়েছে।
 
গত ১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। ফলে সেদিন থেকেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই দিনই রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত দু’জন নিহত হন।

রাস্তা অবরোধ ছাড়াও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। গেল রোববার বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 
তবে ইরানের আধা সরকারি ফার্স নিউজ তিনদিনের বিক্ষোভে নিহতের সংখ্যা ১২ জন বলে দাবি করে।