ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩২০

ইরানের ক্ষেপণাস্ত্রেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ১১ জানুয়ারি ২০২০  

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান। খোদ ইরানের সেনাবাহিনী এ কথা স্বীকার করেছে।
শনিবার বিবৃতিতে তারা জানিয়েছে, অনিচ্ছাকৃত ইউক্রেনের ওই বিমানটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি মানবীয় ভুল। এজন্য দায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গেল বুধবার খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমানটি। এতে ১৭৬ যাত্রী ও ক্রু সবাই প্রাণ হারান। এদের মধ্যে ইরানের ৮২, কানাডার ৬৩, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, ৪ জন আফগানিস্তান, ৩ জন জার্মানি এবং অপর ৩ জন ব্রিটিশ নাগরিক। 
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইরানকে দায়ী করেছে। তবে মধ্যপ্রাচ্যের দেশটির দাবি ছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর