ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৫৮৮

ইরানের শীর্ষ জেনারেলকে হত্যা মার্কিন বাহিনীর উস্কানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ৩ জানুয়ারি ২০২০  

ইরাকের রাজধানী বাগদাদে এক রকেট হামলায় ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সুলাইমানি নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন বাহিনীর এ হামলায় নিহত হন তিনি।
সুলাইমানিকে হত্যার কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। এটিকে মারাত্মক উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন তিনি।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে জারিফ বলেন, ওয়াশিংটনকে এর পরিণতির দায় বহন করতে হবে। 
এক টুইট বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। পরিকল্পিতভাবে জেনারেল সুলাইমানিকে হত্যা করা মারাত্মক উস্কানিমূলক এবং একেবারে বোকামি। 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অতি সাহসিক কর্মকাণ্ডের সার্বিক পরিণতির দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর