ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৩

উবারকে জার্মানির ‘না’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৮ ২৪ ডিসেম্বর ২০১৯  

লাইসেন্সে অনিয়ম, আইন ভঙ্গ এবং উবারকে কাজে লাগিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মাকাণ্ডের জেরে একের পর এক দেশ থেকে বিতাড়িত হচ্ছে উবার। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার এক মাস পর এবার জার্মানিও না করে দিল উবারকে। সে দেশে নিষিদ্ধ হলো রাইড শেয়ারিং সেবাটি।

বৃহস্পতিবার জার্মানির আদালত থেকে নিষেধাজ্ঞাটি জারি করা হয়। মূলত ভাড়া করা গাড়িতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত সমস্যা থাকায় এবং বিভিন্ন ক্ষেত্রে জার্মান সরকারের আইন অমান্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স।

সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হলেও উবারের আপিল করার সুযোগ আছে। উবারের একজন মুখপাত্র জানায়, আদালতের রায় বিশ্লেষণসহ জার্মানিতে উবারের সেবা নিয়মিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। এদিকে উবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানায়, ইউরোপে ব্যবসার জন্য উাবার তার পরিচালনা পদ্ধতি পরিবর্তন করবে এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইও করবে।

মামলার বাদী ট্যাক্সি ডয়েচল্যান্ড জানায়, উবার রাইডে একের পর এক অপরাধ সংঘঠিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে একেকটি দুর্ঘটনার জন্য ২৫০ থেকে আড়াই লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।

রয়টার্স জানায়, বিভিন্ন কারণেই উবার একের পর এক দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থা, আদালত ও ড্রাইভারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছে,ব্যবসাও হারাচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর