ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
৩১৪

করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতা করবেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ১ মার্চ ২০২০  

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্য চাইলে ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি। 
শনিবার ওয়াশিংটনের কাছে বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্প বলেন, এ সংকট মোকাবেলায় আমরা তেহরানকে সাহায্য করতে পারি। আমরা সতিক্যারভাবেই তা করতে চাই। তবে তারা যদি এ বিষয়ে আমাদের সহযোগিতা চায়।

করোনা ভাইরাস বিশ্বের ৬১টি দেশে ছড়িয়ে পড়েছে। এদিন ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরো ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ৪৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৮০ সাল থেকেই কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি মার্কিনরা ২০১৮ সালে দেশটির সঙ্গে করা ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর