ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৩

করোনা ভাইরাসে অবরুদ্ধ যিশু খ্রিস্টের জন্মস্থান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ৭ মার্চ ২০২০  

করোনা ভাইরাস আতঙ্কে পশ্চিম তীরে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম অবরুদ্ধ হয়ে পড়েছে। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সেখানে ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 
এরপর এ ঘোষণা দেয় ফিলিস্তিন সরকার। ইসরাইল সরকারও বেথলেহেমে জরুরি অবস্থার কথা নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ফিলিস্তিনি সরকারের সঙ্গে আলোচনা করেই এ অবস্থা জারি করা হয়েছে।
পশ্চিম তীরে প্রবেশের বিষয়টি তদারকি করে ইসরাইল। তবে ফিলিস্তিনি সরকার সীমাবদ্ধভাবে কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারে।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এতে মৃতের সংখ্যাও ৩ হাজার ছাড়িয়েছে। 
প্রতিনিয়ত এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর