ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৭০

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ৯ ফেব্রুয়ারি ২০২০  

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আরো ৮১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮০৩তে।  এ সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের বৈশ্বিক সংখ্যাকে অতিক্রম করেছে। ওই সময় তাতে ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি এ খবর নিশ্চিত করেছে।
হুবেই স্বাস্থ্য কমিশন প্রতিদিনের আপডেটে আরো ২ হাজার ১৪৭ জন রোগি আক্রান্তের খবর নিশ্চিত করেছে। চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বরে এ ভাইরাস ছড়ায়। দেশটির চতুর্দিকে এখন আক্রান্ত রোগির সংখ্য ৩৬ হাজার ৬৯০ জন।
নতুন এ ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্যপ্রাণী বিক্রির বাজার থেকে সারাদেশে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার বলেছে, চীনে প্রতিদিনের আপডেটে মৃতের সংখ্যা জানানো হচ্ছে। তবে অতি দ্রুত জানানোর ব্যপারে সতর্ক থাকতে হবে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, উহানে ৬০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক বৃহস্পতিবার উহানে মারা যান। তার শরীরে এ ভাইরাস ধরা পড়ে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ৬০ বছর বয়সী এক জাপানি নাগরিক উহানে মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
চীনের মূল ভূখন্ডের বাইরে,শুধু ফিলিপাইনে এক চীনা নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর